বগুড়া: হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে ষ্ট্যাটাস দেয়ায় চাকুরী হারিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার এক মসজিদের ইমাম।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে চাকুরী হতে অব্যাহতির পত্র পেয়েছেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মুর্শিদুল ইসলাম। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে।
সম্প্রতি তিনি হেফাজতের নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে ষ্ট্যাটাস দেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে মসজিদ কমিটির নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তে মঙ্গলবার তাকে চাকুরী থেকে অব্যাহতি দানের পত্র দেয়া হয়।
এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছানুল হাসিব বলেন, উপজেলা প্রশাসন ও সরকারি দলের নেতাদের সিদ্ধান্তে তাকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাছাড়া তাকে সরকারি বাসা থেকে চলে যাবার জন্য বলা হয়েছে।
অভিযুক্ত ইমাম মুর্শিদুল ইসলাম জানান, আমি মামুনুল হককে হেনস্তা করার দৃশ্য দেখে তার পক্ষে ষ্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে সরকার বিরোধী কোন কথা ছিলো না। কিন্তু ভুল বুঝতে পেরে ফেসবুক থেকে তা ডিলিট করে ক্ষমাও চেয়েছিলাম। কিন্তু আমাকে ক্ষমা না করে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আগামীনিউজ/নাহিদ