শনাক্তের হার ১৩.৫৩% দিনাজপুরে করোনা শনাক্ত ১৮
আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:২৩ পিএম
ফাইল ফটো
দিনাজপুরঃ আজ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত ১৮ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ ২০ এপ্রিল ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৩ টি, শনাক্ত ১৮ জন, ফলোআপ পজিটিভ ২ জন, সনাক্তের হার ১৩.৫৩%। মোট সনাক্ত ৫২৩১জন, ২৪ ঘন্টায় সুস্থ ৮ জন, মোট সুস্থ্য ৪৮০৭ জন, মোট মৃত্যু ১০৪ জন।
নতুন করোনা আক্রান্ত সনাক্তদের মধ্যে সদরে ১৬জন, বিরল ১, বোচাগঞ্জ ১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন।
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ১০০ টি, মোট নমুনা সংগ্রহ ৩৯০৩১ টি, মোট নমুনা পরীক্ষা ৩৬৪০৮টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৭০জন, মোট কোয়ারেন্টাইন ৩১৬৫৯জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৭৮ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩১০৯৪জন, হোম আইসোলেশনে আছেন ২৯২জন, বর্তমান রোগী ৩১০ জন।
কোভিড ১ম ও ২য় ডোজের টিকা কর্মসূচী চলমান। কোভিড ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যাক্তির সংখ্যা ১২৯৬৯২ জন।
আগামীনিউজ/এএস