Dr. Neem on Daraz
Victory Day

ভোলা সদর হাসপাতালে চালু হচ্ছে ৫টি আইসিইউ


আগামী নিউজ | বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ১২:১৮ পিএম
ভোলা সদর হাসপাতালে চালু হচ্ছে ৫টি আইসিইউ

বরিশালঃ ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড ও ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু হতে হচ্ছে মর্মে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজ সকালে আইসিইউ ও ক্যানুলা হাসপাতালে এসে পৌঁছেছে। এতে করে করোনায় আক্রান্ত গুরুতর রোগীরা বেশি উপকৃত হবে। খুব শিঘ্রই এসব স্থাপনের মাধ্যমে চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সিরাজউদ্দিন।

তিনি জানান, ৫টি আইসিইউ বেড ও ৫টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন পাওয়া গিয়েছে। ইতোমধ্যে আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু আছে। তাই আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বরাদ্দের ফলে করোনা রোগীদের চিকিৎসা আরো উন্নত হবে।

ডা: সিরাজউদ্দিন জানান, বর্তমানে করোনা মহামারী ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় বরিশাল বা অন্য কোথাও আইসিইউ বেড খালি নেই। তাই আমরা করোনায় আক্রান্ত বেশি অসুস্থ রোগীদের অন্যত্র রেফার করলে রোগীরা হয়রানীর শিকার হন। এখন ভোলায় আইসিইউ চালু হলে এখানেই তাদের উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে। আমাদের হাসপাতালের চতুর্থ তলার করোনা ইউনিটে ১০০ বেড প্রস্তুত রয়েছে। সেখানেই রোগীদের চিকিৎসা চলছে।

জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আমাদের হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হবে। এর মাধ্যমে করোনার রোগীরা উপকৃত হবে। করোনা সংকট কেটে গেলে সাধারণ রোগীরাও এর সুফল ভোগ করবে। চলতি সপ্তাহের মধ্যেই এসব চালু করা হবে বলে আশা করেন জেলার প্রধান এ স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালুর খবরে আনন্দ প্রকাশ করেছে ভোলাবাসী।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে