Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে ধান কেটে দিল ছাত্রলীগ


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০২:২৩ পিএম
গোপালগঞ্জে ধান কেটে দিল ছাত্রলীগ

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের চাষী রজব মুন্সীর জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ। 

করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় আজ সোমবার (১৯ এপ্রিল)  সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ-এর নেতৃত্বে ৩০ সদস্যের ছাত্রলীগ কর্মীদের একটি দল হাটবাড়িয়া গ্রামের কৃষক রজব মুন্সীর ৮ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত কৃষকদের পাশে থাকার ঘোষনা দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জানান, তারা গত বছরও করোনা কালীন সময়ে প্রায় মাস ব্যাপী জেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও গরীব চাষীদের জমির ধান কেটে তা মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন। এ বছরও দুর্যোগের এই সময়ে যেসব কৃষক তাদের জমির ধান কাঁটতে শ্রমিক পাচ্ছেন না। তারা যদি তাদেরকে জানায়, তাহলে তারা গিয়ে ওইসব কৃষকদের জমির ধান কেটে দেবে বলে জানান।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে