Dr. Neem on Daraz
Victory Day

যশোরে নতুন করোনা শনাক্ত ৫১


আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৭:১৬ পিএম
যশোরে নতুন করোনা শনাক্ত ৫১

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ রোববার নতুন করে ৫১ জনের শরীরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩৪ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১২ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এই নিয়ে জেলায় মোট ৫ হাজার ৮শ’ ৮৩ জন করোনায় আক্রান্ত হলেন।

এদিকে, রোববার জেলায় আরও ৩ হাজার ৯শ’ ৩৮ জন নারী পুরুষ করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন।  

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবীর জাহিদ আগামী নিউজকে জানান, জিনোম সেন্টারে যশোর জেলার ১৯৬  নমুনা পরীক্ষা করে যশোর জেলায় ৩৯ জন ছাড়াও মাগুরা জেলার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ দুই জেলার ২২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন পজেটিভ ও ১৭৭ জনের নেগেটিভ আসে।
 
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আগামী নিউজকে জানান, ১৮ এপ্রিল পর্যন্ত জেলায় ৩৩ হাজার ১ শ’ ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৫ হাজার ৮শ' ৮৩ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
মারা গেছেন ৭৯ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর ঢাকায় ৬ জন খুলনায় ৪ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে