Dr. Neem on Daraz
Victory Day

ফেনীতে করোনা রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে


আগামী নিউজ | ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৭:৩৭ পিএম
ফেনীতে করোনা রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে

ফেনী: দুই দিনের ব্যবধানে আরও ১১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০২ জনে। এ সময়ের মধ্যে আরও ৩৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্তদের মধ্যে মোট ২ হাজার ৩৭২ জন রোগী সুস্থ হয়েছেন। 

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত শুক্রবার (১৬ এপ্রিল) ফেনীর বক্ষব্যাধি ক্লিনিকের জিন এক্সপার্ট মেশিনে ২৩টি নমুনা ও নোয়াখালীর সিভিল সার্জন অফিসে ফেনীর বিদেশগামী ১৬ যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১১টি পজিটিভ এসেছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৯ জন, ছাগলনাইয়ায় ১ জন ও পরশুরামে ৩ জন রয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭.৮২ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে আইসোলেশেন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪৮ জন, তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৬৩৪ জন, হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন। ভর্তিকৃতদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে রয়েছেন ১১ দাগনভূঞায় ১ জন, ছাগলনাইয়ায় ২ জন রোগী রয়েছে। জন,

অন্যদিকে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ফেনী সদরে সর্বোচ্চ ২১ জন, সোনাগাজীতে ১১ জন, দাগনভূঞায় ৮ জন, ছাগলনাইয়ায় ৭ জন, পরশুরামে ৩ জন ও ফুলগাজীতে ২ জন রয়েছেন। গত বছরের ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য বিভাগ। 

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে