ছবি: আগামী নিউজ
বগুড়া: শহরে গ্রাহকদের মাঝে টিসিবির পণ্য ওজনে কম দেয়ায় এক ডিলারের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে বগুড়া সদরের উপ শহর বাজার এলাকায় টিসিবি ডিলার গিয়াস উদ্দিনকে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, টিসিবি ডিলার গিয়াসউদ্দিন ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পায়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন কাজ করলে টিসিবি ডিলারশিপ বাতিল করা হবে বলে সর্তকও করা হয়।
আগামীনিউজ/নাহিদ