Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় মহাসড়কে যানবাহনের চাপ


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৩:৩৯ পিএম
বগুড়ায় মহাসড়কে যানবাহনের চাপ

ছবি: আগামী নিউজ

বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কের যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে। সোমবার (১২ এপ্রিল) ভোর থেকেই মহাসড়ক জুড়ে নানা ধরনের যানবাহনের এই চাপ শুরু হয়। বিশেষ করে বুধবার থেকে কঠোর লক ডাউন ঘোষনা হওয়ায় উত্তরাঞ্চলমুখী মানুষের চাপ বেড়েছে এসব পরিবহনে। ফলে যানজটের দুর্ভোগ দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, সোমবার বেলা ১০টা থেকেই মহাসড়কের চান্দাইকোনা, মির্জাপুর, শেরপুর, দশমাইল, বিব্লক, ববানীসহ বিভিন্ন স্থানে ঢাকাফেরত যানবাহনের ব্যাপক চাপ। মহাসড়কে পণ্যবাহি ট্রাক, পিকআপ ছাড়াও যাত্রীবাহী বাস,লেগুনা, প্রাইভেট কার,সিএনজি চলতে দেখা গেছে। 

এসব এলাকায় পণ্যবাহী কিংবা অন্য পরিবহনে করে ঈদের ছুটির স্রোতের মত যেন মানুষ ফিরছে বাড়িতে। যানবাহনের চাপ বাড়ায় দেখা দিয়েছে যানজট। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন দুর্ঘটনার খবর মেলেনি।

শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, বুধবার থেকে লকডাউনের কারণে মানুষ যে যেভাবে পারে বাড়ি ফিরছে। যার ফলে রাস্তায় চাপ বেড়েছে। 

এদিকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশ কে। তাদের মহাসড়কের গাড়ীদহ বাজারে গাড়ির চাপ কমাতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, রবিবার থেকেই মহাসড়কে পণ্যবাহী গাড়ি ছাড়াও যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বেড়েছে। কিন্তু এসব যানবাহন সঠিকভাবে যেন গন্তব্যে পৌছাঁতে পারে সেজন্য আমরা সর্তক আছি। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে