Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে ৩০ জনের করোনা সনাক্ত


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১১:৩৩ এএম
দিনাজপুরে ৩০ জনের করোনা সনাক্ত

ফাইল ফটো

দিনাজপুরঃ আজ গত ২৪  ঘন্টায় করোনা আক্রান্ত সনাক্ত ৩০জন।
 
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ ১২ই এপ্রিল ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫০ টি,  সনাক্ত ৩০ জন, ফলোআপ পজিটিভ নেই। নতুন করোনা আক্রান্ত সনাক্তদের মধ্যে সদরে ২৫, বিরলে ১, বোচাগঞ্জ ২, চিরিরবন্দর ১, কাহারোল উপজেলায় ১ জন। পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ২১.৮৯%।
 
গতকালের  তুলনায় সনাক্ত বেশি  কিন্তু হাসপাতালে ভর্তি রোগী ৩১ জন। মোট সনাক্তে সংখ্যা ৫০৭৬ জন, ২৪ ঘন্টায় সুস্থ ১৫ মোট সুস্থ ৪৭২২ জন, মোট মৃত্যু ১০৪ জন।
   
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ১৩৭টি,মোট নমুনা সংগ্রহ ৩৮০০৭ টি,মোট নমুনা পরীক্ষা ৩৫৩৭৪টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ১০৭, মোট কোয়ারেন্টাইন ৩১০৮২জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৭৬জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩০৬৪০জন, হোম আইসোলেশনে আছেন ২১৯ জন, বর্তমান রোগী ২৫০জন। 
 
কোভিড ১ম ও ২য় ডোজের টিকা কর্মসূচী চলমান। কোভিড ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যাক্তির সংখ্যা ১২৭০০২ জন। জেলায় কোভিড -১৯ গণ- টিকাদান সংক্রান্ত  হালনাগাদ তথ্য অনুযায়ী গতকাল ১১ এপ্রিল পর্যন্ত ১ম ডোজ টিকা নিয়েছেন ৫৩৮ জন, ২য় ডোজ টিকা গ্রহনকারী ৩০৭৯ জন। ১ম ডোজের  টিকা গ্রহীতা মোট  ১,০৫,৮৩০ জন। ২য় ডোজ  টিকা গ্রহীতা মোট ৭৯১৮ জন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে