Dr. Neem on Daraz
Victory Day

ঝালকাঠিতে বিএনপি নেতা গুলিবিদ্ধ


আগামী নিউজ | বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৯:৪৩ এএম
ঝালকাঠিতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

বরিশালঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এক কলেজ শিক্ষকের গুলিতে এই নেতা আহত হন।

রবিবার সকালে উপজেলা সদরের মেডিক্যাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধা (৫৭) রাজাপুর উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত মাহফুজুর রহমান আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি রাজাপুর এলাকার মৃত মমতাজ উদ্দিন আহম্মেদের ছেলে।

ঘটনার পর রবিবার দুপুরে মাহফুজুর রহমানের মেডিক্যাল মোড়ের বাসায় অভিযান চালিয়ে একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, একটি চাকু ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর বিকেল সাড়ে ৩টায় মাহফুজুর রহমান রাজাপুর থানায় এসে আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, বাবুল মৃধাদের সঙ্গে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে প্রভাষক মাহফুজুর রহমানের শ্বশুর মরহুম মোহাম্মদ শাহ আলম জোমাদ্দারের। বিরোধীয় জমিতে গত শনিবার জোর করে শ্রমিক দিয়ে সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শুরু করেন মাহফুজুর রহমান। তাঁদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে বাবুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন প্রভাষক মাহফুজুর রহমান। এতে বাবুল গুরুতর জখম হন। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে