কুষ্টিয়া: বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের কে কাজে লাগিয়ে সর্বপ্রথম যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ পরীক্ষার্থীরা নিজেরাই ঘরে বসে পূরণ করছে। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির পরীক্ষার্থীরা স্ব-স্ব বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে ঘরে বসে বোর্ড নির্ধারিত ফি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা দিয়ে ফরম পুরন করছে।
ফলে মহামারী করোনাভাইরাস এ স্বাস্থ্য সুরক্ষা রেখে শিক্ষার্থীরা ঘরে বসেই এবারের এসএসসির ফরম ফিলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এবারই প্রথম অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই তাদের পরীক্ষার ফরম ফিলাপ নিজেরাই পূরণ করবে এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা পরিশোধ করবে।
খোকসা উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী খোদ্দসাদুয়া নিজ বাড়িতে বসেই অনলাইনে ফরম ফিলাপ করছেন।
আগামীনিউজ/মালেক