Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৬:৩৮ পিএম
ফরিদপুরে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের পাথরাইল ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের কয়েক হাজার জনগন দীর্ঘ্যদিনের সংঘাত ছেড়ে পুলিশের নিকট বিপুল পরিমান দেশীয় অস্ত্র জমা দিয়েছেন।
 
শনিবার দুপুরে  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর অনুরোধে এবং ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম) এর নির্দেশে স্থানীয় আজিম নগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাল, কাতরা, বল্লম, টেটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র তারা ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এতে যুগ যুগ ধরে চলা এলাকার দীর্ঘ্যদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হল।
 
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এস হাবিবুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, এস.আই আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যানগন,সাংবাদিকবৃন্দ সহ  স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে