Dr. Neem on Daraz
Victory Day

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে দশ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৪:০২ পিএম
লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে দশ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: জেলার চন্দ্রগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দশটি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীরা।

আজ শনিবার (১০ এপ্রিল)  ভোর রাতে একটি বেকারীর বৈদ‍্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব‍্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীরা জানায়, রাত তিনটার দিকে চন্দ্রগঞ্জ বাজারে রাসেলের বেকারী থেকে আগুন লাগে। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বেকারী,মোবাইল,চা ও মুদিসহ দশটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টা ব‍্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ওয়াসি আজাদ জানান, রাসেলের বেকারীর বৈদ‍্যুতিক র্শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ব‍্যবসায়ীদের কি পরিমান ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিরুপনের কাজ চলছে। এরপর বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমান।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে