Dr. Neem on Daraz
Victory Day

লকডাউনে দোকান খুলে জরিমানা ২৮ হাজার


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ১০:১৩ পিএম
লকডাউনে দোকান খুলে জরিমানা ২৮ হাজার

ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নিষেধাজ্ঞা না মেনে সন্ধ্যার পর বিভিন্ন বাজারে দোকান খোলা রাখায় অভিযান চালিয়েছে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হক মীর অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ দেয় ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাঞ্জা অমান্য করে করোনাকালীন সময়ে বিকাল ৫টার পর দোকান খোলা রাখায় উপজেলার বসুরহাট, কেটিএম হাট ও চৌধুরীহাট বাজারে অভিযান চালিয়ে ১৮টি মামলায় ২৮ হাজার দুইশত টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউল হক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি করোনাভাইরাস তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার পর দোকান বন্ধ রাখতে সরকারি নির্দেশনা রয়েছে।
 
এ নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় এবং মুখে মাস্ক না পরে ঘোরাঘুরি করার দায় ১৮টি মামলায় ২৮ হাজার দুইশত টাকা অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে আইন মেনে চলার জন্য আহ্বান করা হচ্ছে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে