Dr. Neem on Daraz
Victory Day

ধামইরহাটে সবুজে ছেঁয়ে গেছে ফসলি ধানের মাঠ


আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৫:২৯ পিএম
ধামইরহাটে সবুজে ছেঁয়ে গেছে ফসলি ধানের মাঠ

ছবিঃ আগামী নিউজ

নওগাঁঃ জেলার ধামইরহাটে চলতি মৌসুমে ইরি-বোরর ফসলের বিস্তীর্ন মাঠ এখন সবুজের সমারোহ। ডোবা-নালা, খাল-বিল কোথাও অনাবাদি হিসেবে জমি পড়ে নেই। এ উপজেলায় যতদুর চোখের দৃষ্টি ফেরায় সবুজ আর  সবুজের খুৃনসুুুটি। প্রাকৃতির ইশারায় দিগন্ত সাজিয়েছে সবুজের রঙ্গে। তার সঙ্গে রাঙ্গিয়ে গেছে কৃষকের মন। তাদের চোখে মুখে এখন আনন্দের হাসির ঝিলিক।  

ধামইরহাট উপজেলায় ১ পৌরসভাসহ ৮ টি ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে থাকায় এ বার ইরি-বোরো ধানের ফলন ভাল হয়েছে। ফসলে পোকা-মাকড় বা রোগ বালায়ের আক্রমন তেমন নেই বললেই চলে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে কৃষক আশানুরুপ ফলন ঘরে তুলতে পারবে বলে প্রত্যাশা করছেন।  ইতো মধ্যে কোথাও কোথাও ধান বের হরে শিষ গুলি বাতাসে দোল খাচ্ছে। কিছু দিনের মধ্যে ধান সোনালি রঙ্গের আকার ধারন করবে। 

ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ১৬ হাজার ৩০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, আবাদ হয়েছে ১৮ হাজার ৬শত ৫ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২৫৭৫ হেক্টর বেশী।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে