Dr. Neem on Daraz
Victory Day

মুক্তিযুদ্ধকালীন সময়ে মা-বাবা হত্যার বিচারের দাবিতে ছেলের সংবাদ সম্মেলন


আগামী নিউজ | আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০২:৫১ পিএম
মুক্তিযুদ্ধকালীন সময়ে মা-বাবা হত্যার বিচারের দাবিতে ছেলের সংবাদ সম্মেলন

নাটোরঃ মুক্তিযুদ্ধকালীন সময়ে মায়ের সম্ভ্রমহানী ও পরে বাবা-মাকে হত্যা নির্যাতনের বিচার চেয়ে নাটোরে সংবাদ সম্মেলন করেছেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি।

একই সাথে মাকে বীরাঙ্গনা হিসাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন তিনি। দুপুরে স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত অভিযোগে আনোয়ার হোসেন জানান, নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া গ্রামের আফসার আলী মুক্তিযুদ্ধকালীন সময়ে ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার। ৭১'এর জুলাই মাসে তার নেতৃত্বে এলাকার বাড়ি ঘরে লুটপাট ও তার মা লকিরণনেছাকে ধর্ষণ করা হয়।

পরবর্তীতে মা লকিরণ এবং বাবা আজগর  আলীর লাশ আলবদর নেতা আফসার আলীর বাড়িতে পাওয়া যায়। এসব ঘটনার বিচার চেয়ে স্থানীয় আদালতে মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি বলে দাবি করেন আনোয়ার।

অভিযুক্তরা শক্তিশালী হওয়ায় পরিবার সহ জীবনহানীর শংকায় রয়েছেন বলে জানান আনোয়ার।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে