মাগুরাঃ করোনা টেস্ট ল্যাব স্থাপন, সদর হাসপাতালে পর্যাপ্ত হাই ফ্লো অক্সিজেন, আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবস্থার দাবিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছে গণকমিটি মাগুরা।
আজ মঙ্গলবার দুপুরে গণকমিটির আহবায়ক এটিএম মহব্বত আলী ও যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিভিল সার্জনের কার্যালয়ে যেয়ে সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।
গণকমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু জানান, তারা গত এক বছর ধরে মাগুরায় করোনা টেস্ট ল্যাব, সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের মাধ্যমে করোনা রোগীর চিকিৎসার উপযোগী আয়োজন নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রতিবারই তাদের আশ্বাস দিলেও এখন পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি।
আগামীনিউজ/এএস