Dr. Neem on Daraz
Victory Day

নবাবগঞ্জে করোনায় আরো এক বৃদ্ধের মৃত্যু


আগামী নিউজ | শামীম হোসেন সামন, নবাবগঞ্জ (ঢাকা) থেকে প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০২:৫৬ পিএম
নবাবগঞ্জে করোনায় আরো এক বৃদ্ধের মৃত্যু

ছবি: আগামী নিউজ

ঢাকা: জেলার নবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে পরেশ পাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের কুমার গোল্লা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার  (৬ এপ্রিল) সকালে উপজেলা সৎকার কমিটির অন্যতম অনুপম দত্ত নিপুর তত্ত্বাবধানে গোবিন্দপুর শশ্মানে লাশের সৎকার করা হয়।

নিপু জানান, করোনায় আক্রান্ত হয়ে ১০দিন পরেশ পাল রাজধানীর শিকদার কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ জানান, মৃত বৃদ্ধের করোনা আক্রান্ত হয়ে ঢাকা চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর জানতে পেরেছি। উপজেলা সৎকার কমিটি লাশ সৎকার করেছেন।

এর আগে রবিবার উপজেলার হাসনাবাদ গ্রামের অনিমা রোজারিও এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা যায়

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে