Dr. Neem on Daraz
Victory Day

বিকাশের ১১ লাখ টাকা ছিনতাইকারী রিমান্ডে


আগামী নিউজ | নূর নবী জনী, বরিশাল প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ১০:১০ এএম
বিকাশের ১১ লাখ টাকা ছিনতাইকারী রিমান্ডে

বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা থেকে এক বছর পর বিকাশ এজেন্টের ১১ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি তুরান সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক ২ দিনের রিমান্ড দেন।

তুরান সিকদার পটুয়াখালী জেলার পুরাতন আদালতপাড়া এলাকার খোকা শিকদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম আগামী নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তুরানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে প্রেরনের পর ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় তুরানের সাথে আরো দুইজন আসামী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

গত বছর ৫ এপ্রিল বরিশাল নগরীর বাজার রোড অফিস থেকে ১১ লাখ টাকা নিয়ে বাকেরগঞ্জের বিভিন্ন বিকাশ এজেন্টদের কাছে ডিস্ট্রিবিউশন করতে আসেন সেলস অফিসার মাইদুল ইসলাম ইরান।

পথিমধ্যে কাটাদিয়া খেয়াঘাটগামী পাকা রাস্তার উপর পৌছালে মোটরসাইকেলের গতিরোধ করে দেশিয় অস্ত্র দিয়ে ইরানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ইরানের কাছে থাকা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে