Dr. Neem on Daraz
Victory Day

ধার করা চিকিৎসক ‍নিয়ে চলছে শেবাচিমের আইসিইউ!


আগামী নিউজ | নূর নবী জনী, বরিশাল প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০৯:৫৬ এএম
ধার করা চিকিৎসক ‍নিয়ে চলছে শেবাচিমের আইসিইউ!

বরিশালঃ দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই গড়ে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের অভাবে রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্র্তৃপক্ষকে।

হাসপাতালটির করোনা ওয়ার্ডে সাধারণ ও আইসিইউ শয্যার সংকটও তীব্র আকার নিয়েছে। অন্যদিকে আইসিইউ ওয়ার্ডে নিয়মিত চিকিৎসক না থাকায় ধার করা চিকিৎসক দিয়ে চালাতে হচ্ছে আইসিইউ সেবা।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান আগামী নিউজকে জানান, গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত এই হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮ জন রোগী। চিকিৎসক সংকটের মধ্যেও সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হাসপাতালের আইসিইউ বিভাগে নিয়মিত চিকিৎসক নেই। অন্য বিভাগ থেকে ডেপুটেশনে চিকিৎসক এনে কাজ করাতে হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৩০ জন চিকিৎসক রয়েছেন। যা প্রয়োজনের তুলানায় মাত্র ৬০ ভাগ। তারা ৩ শিফটে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

গতকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ ছিল। ওয়ার্ডের মোট ১২টি আইসিইউ বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ।

শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুর রাজ্জাক আগামী নিউজকে বলেন, করোনা ভয়াবহ আকার ধারণ করছে। হঠাৎ করোনা রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে