Dr. Neem on Daraz
Victory Day

ঝ‌ড়ে বর্গাচাষীর স্বপ্ন ভঙ্গ


আগামী নিউজ | পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৯:০৪ পিএম
ঝ‌ড়ে বর্গাচাষীর স্বপ্ন ভঙ্গ

ছবি: আগামী নিউজ

রংপুর: পীরগঞ্জে কাল বৈশাখীর ঝ‌ড়ে এক বর্গাচাষীর স্বপ্ন ভে‌ঙ্গে গেল। গত রোববার বিকেলে ওই ঝড়ে উপ‌জেলার কা‌বিলপুর ইউ‌নিয়‌নের হলদীবা‌ড়ি গ্রা‌মের বর্গাচাষীর শেষ সম্বল ১ একর জমিতে রোপিত ৮ শতাধিক কলাগাছ ভেঙ্গে যাওয়ায় একেবারে পথে বসেছেন তিনি। 

উক্ত গ্রামের ভূমিহীন মৃত. আব্দুর রহমা‌নের ছে‌লে বর্গাচাষী আশরাফুল ইসলা‌ম। জানা গেছে দীর্ঘ পরিকল্পনা ও কলা চাষে সম্ভাবনা লক্ষ্য করে একই গ্রামের বাসিন্দা-হাফিজার রহমান ও মিনহাজুল ইসলামের কাছ থেকে ১ একর জ‌মিবর্গা নিয়ে সেই জমিতে উপজেলা কৃষি বিভাগের সাথে পরামর্শ করে উন্নত চম্পা জা‌তের ৮ শতাধিক কলা চারা ২০২০ সনের ফেব্রুয়ারী মাসে রোপন করে। 

দীর্ঘ পরিচর্যার পর প্রতিটি কলা গাছে আশানুরুপ ফলনও আসে কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে গত রোববা‌রে পীরগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া বৈশাখীর ঝ‌ড়ে তার প্রায় সম্পুর্ন কলাগাছ ভে‌ঙ্গে যায়। এতে তিনি ৪ লক্ষাধিক টাকা ক্ষ‌তির সম্মূখীন হ‌য়েছেন বলে দাবী করেন।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে