Dr. Neem on Daraz
Victory Day
৫০ লাখ টাকার ক্ষতি

কাশিয়ানীতে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘর ভস্মিভূত 


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৬:১৫ পিএম
কাশিয়ানীতে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘর ভস্মিভূত 

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে সোমবার (৫ এপ্রিল) অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা গেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে ভাটিয়াপাড়া বাজারের পাশে সোমবার বেলা এগারোটার দিকে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা অব্যাহত রাখে। 

খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুইটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০টি পরিবারের নগদ টাকা,মালামাল ও ২০টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানায়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়,অগ্নিকান্ডে মোঃ মনিরুল ইসলাম,মোঃ খায়রুল মৃধা,মোঃ টেপু মৃধা,মোঃ হাবিব মৃধা,কলম শেখ,মোঃ জাফর শেখ,মোঃ সুমন মৃধা, মোঃ আল আমিন মৃধা,মোঃ ওহিদ মৃধা,মোঃ ডাবলু মৃধার ঘরে থাকা নগদ টাকা,ঘরে থাকা মালামাল ও ২০ ঘর পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়ে যায়। 

ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, জানান ১০টি পরিবারের ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। 

মুকসুদপুর ফায়ার সাভির্সের টিম লিডার মোঃ রাজিব হোসেন ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সম আরিফুল হক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাঁনোর আগেই ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এক ঘন্টার অধিক সময়ে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। 

উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে দিক নির্দ্দেশনা দেন।

কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান ব্যক্তিগত দুইটি করে কম্বল,একবস্তা চাউল,নগদ পাচঁশত টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে তুলে দেন। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে