Dr. Neem on Daraz
Victory Day

জনসমাগম ঠেকাতে রাস্তায় আওয়ামী লীগ নেতা


আগামী নিউজ | শামীম হোসেন সামন, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) থেকে প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৩:০৪ পিএম
জনসমাগম ঠেকাতে রাস্তায় আওয়ামী লীগ নেতা

ছবি: আগামী নিউজ

ঢাকা:  নবাবগঞ্জে  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগম রোধে রাস্তায় নিজেই দাঁড়িয়ে গাড়ি চলাচল বন্ধে দায়িত্ব পালন করছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জালাল এবং তার নেতাকর্মীরা।

নবাবগঞ্জ উপজেলার প্রধান ফটকের সামনে ও চৌরঙ্গী কায়কোবাদ চত্বরে ঢাকা- বান্দুরা আঞ্চলিক সড়কে দাড়িয়ে পথচারিদের এবং যানবাহন চালকের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার , সীমিতসংখ্যক যানবাহনের কম সংখ্যায় যাত্রী পরিবহেনর জন্য অনুরোধ করেন তিনি। 

লক ডাউনের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত নেতাকর্মী নিয়ে গণসচেতনার জন্য যানবাহন না নিয়ে বের হবার আহবান করেন । যাদের মাস্ক নাই তাদের মাঝে নেতাকর্মীদের নিয়ে মাস্ক বিতরণ করেন। অনুরোধ করার পর তারা মেনে নেন ।

জালাল উদ্দিন বলেন , প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য দোহার ও নবাবগঞ্জ উপজেলার অভিভাবক সালমান এফ রহমান আমাদের এই উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ যাতে করে বড় আকারে বিস্তার করতে না পারে সেই জন্য সকলকে সচেতন থাকার অনুরোধ করেছেন । 

জালাল আরও বলেন প্রশাসনের একার পক্ষে সম্ভব না। নিজেরা যদি সাবধানতা পালন করতে না পারি তা না হলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবো।

তিনি জানান, আমার মতে সবাইকে এই মুহুর্তে প্রতিটি পাড়ায় মহল্লায় লোক সমাগম করতে না পারে এবং সরকারের নির্দেশনা যাতে করে সকলে মেনে চলে সেই জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে। যারা মোটরসাইকেল , ইজিবাইক, অটোরিকশা ও ছোট ছোট যান চালিয়ে সংসার চালাতো এই দূর্দিনে আমরা জানি তাদের কিছু টা সাময়িক কষ্ট হবে। তবু বৃহত্তর স্বার্থে মেনে নিতে হবে। কয়েকটা দিন কষ্ট করলে সকলের প্রচেষ্টায় এই প্রাণঘাতী মহামারি থেকে রক্ষা পাব ইনশাল্লাহ।

এই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মুন্না, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আজহারুল হক, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি, শ্রমিক নেতা আমির হোসেন কুটি ,আওয়ামী লীগ ও শ্রমিক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে