Dr. Neem on Daraz
Victory Day

রাঙ্গামা‌টি জেলা প্রশাসন ক‌ঠোর অবস্থা‌নে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০২:১৫ পিএম
রাঙ্গামা‌টি জেলা প্রশাসন ক‌ঠোর অবস্থা‌নে

ছবি: আগামী নিউজ

রাঙ্গামাটি: ক‌রোনা মহামারী হ‌তে রক্ষা‌র্থে সোমবার ( ৫ই এ‌প্রিল) সকাল ৬ টা হ‌তে আগামী ১১ই এ‌প্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত রাঙ্গামা‌টি পার্বত্য জেলা প্রশাসন ক‌ঠোর ব্যবস্থা গ্রহণ ক‌রে‌ছেন। এ ল‌ক্ষ্যে ক‌ঠোর ভু‌মিকা পালন কর‌তে সকল অ‌ফিস, হাটবাজার ও বি‌ভিন্ন এলাকায় মাই‌কিং করাসহ নো‌টিশ দি‌য়ে‌ছেন।

রাঙ্গামা‌টি জেলা প্রশাসন সোমবার সকাল থে‌কে অত্র জেলায় গণপরিবহন, নৌপথ, দোকানপাট বন্ধ ঘোষনা ক‌রে‌ছেন। ত‌বে পণ্যবাহী, মে‌ডি‌কেল সা‌র্ভিস টিম, জরুরী সেবাকারী সংস্থা, সাংবা‌দিক ও বিদেশগামীরা লকডাউ‌নের আওতামুক্ত থাক‌বে। এ আদেশ আগামী ১১ই এ‌প্রিল ম‌ধ্যরাত পর্যন্ত বলবৎ থা‌কি‌বে।

এ‌দি‌কে কো‌ভিড-১৯ স‌চেতনটা মুলক ক‌য়েকটি জায়গায় বিশুদ্ধ পা‌নি পান করা, মাস্ক পরা, সামা‌জিক দূরত্ব ও স্যানিটেশন মুলক জনস‌চেতনটাসহ মাই‌কিং করা হ‌চ্ছে। এ ব্যাপা‌রে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন রাঙ্গামা‌টি জেলা প্রসাশন।

অন্যদি‌কে আগামী ১২, ১৩ ও ১৪ই এ‌প্রিল পার্বত্য চট্টগ্রা‌মের বসবাসরত আ‌দিবাসী‌দের চৈত্র্য সংক্রা‌ন্তি বা বৈসা‌বি উৎসবকে ঘি‌রে আদিবাসী‌দের নানা রক‌মের অনুষ্ঠান আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। কিন্তু করোনা মহামারীর বা লকডাউ‌নের কার‌নে আ‌দিবাসী‌দের অনুষ্ঠান অ‌নিশ্চিত হ‌য়ে প‌ড়ে‌ছে। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে