Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে পুলিশ ও হেফাজতের সংঘর্ষের ঘটনায় মামলা: গ্রেপ্তার ২১


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০২:৪৪ পিএম
গাজীপুরে পুলিশ ও হেফাজতের সংঘর্ষের ঘটনায় মামলা: গ্রেপ্তার ২১

ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ মহানগরের চান্দনা-চৌরাস্তায় পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় হেফাজতের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/২৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে মামলাটি দায়ের করা হয়। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে পুলিশ সংঘর্ষের ঘটনায় ২১ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাসন থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, মামলায় আসামীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অপরাধ আনা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি’র) উপ-কমিশনার (অপরাধ-উত্তর) শরীফুর রহমান জানান, শুক্রবার হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসুচী তাদেরকে মসজিদ চত্বরেই পালনের অনুরোধ করা হয়। কিন্তু তারা মহাসড়কে উঠার চেষ্টা নিয়ে পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে পেছন থেকে হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, শতাধিক রাউন্ড টিয়ারশেল ও শটগানের গুলি করা হয়। এ ঘটনায় কেউ নিহত হননি। ইটপাকেলের আঘাতে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। মুসুল্লিরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।

হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান জানান, শুক্রবার (২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুম্মার নামাজের পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদের হেফাজত কর্মী ও হেফাজতপন্থি মুসুল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অবস্থান নেন। এ সময় পুলিশ গিয়ে আকস্মিকভাবে তাদের কর্মীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫জন হেফাজত কর্মী আহত হয়েছেন।

স্থানয়রা জানান, পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আতঙ্কে তাদের দোকানপাট বন্ধ করে দেয় এবং পথচারীরা ছুটোছুটি শুরু করে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও প্রায় আধাঘণ্টা ধরে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে