Dr. Neem on Daraz
Victory Day

করোনা মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন


আগামী নিউজ | মৗেলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ০৭:৫২ পিএম
করোনা মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন

ছবি: আগামী নিউজ

মৌলভীবাজার: "মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ" এই স্লোগান সাথে নিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালনে মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন বৃহস্পতিবার বিকাল ৫টায় শ্রীমঙ্গল থানা চত্বরে অনুষ্ঠিত হয়।

উক্ত উনুষ্ঠানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক'এর সঞ্চালনায় ও সহকারী পুলিশ সুপার (মৌলভীবাজার সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমানএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল।

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর ভারপ্রাপ্ত মেয়র মীর এম এ সালাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলার সভাপতি ইপা বড়ুয়া, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহমেদ বলেন, মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না, মুখে মাস্ক পরিধান না করে ঘরের বাহিরে বের হবে তাদের কে প্রথমে বুঝানো হবে তারপর যদি কাজে না আসে তাহলে কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে।

আগামীনিউজ/মালেক  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে