Dr. Neem on Daraz
Victory Day

নাটোরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু


আগামী নিউজ | নাটোর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০২:৩৪ পিএম
নাটোরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফাইল ফটো

নাটোরঃ শফিকুল ইসলাম কনক (৩৪) নামে এক ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
 
বুধবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত কনক ন্যাশনাল ব্যাংক নাটোর শাখায় ফাস্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংক কর্মকর্তার মৃত্যুতে নাটোরে গত ৫দিনের ব্যবধানে করোনায় দুইজনের মৃত্যু হল। 
 
নাটোর হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম কনক গত ২৪ মার্চ নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। জ্বীন এক্সপার্টে তার নমুনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি শহরের কানাইখালি এলাকায় নিজ বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন। আজ বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
 
নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম কনকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুর খবর পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার সুকর্ন মৃতের নমুনা সংগ্রহ করেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে মৃতের দাফন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২৪ মার্চ তার পজেটিভ ধরা পরলে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
 
নাটোর সদর উপজেলা পরিষদের নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম করোনায় ব্যাংক কর্মকতার্র মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। গত ৫ দিনের ব্যবধানে নাটোর শহরে করোনায় ২ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন। এর আগে গত ২৭ মার্চ শহরের লালবাজার এলাকায় নর্থ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শাহিনা নাজনীন মিতা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে