Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় ১২ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ১১:৪৮ এএম
কুষ্টিয়ায় ১২ জনের করোনা শনাক্ত

ফাইল ফটো

কুষ্টিয়াঃ মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে,  পিসিআর ল্যাবে আজ ৩০ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ  মোট ২৭৭ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৯৯ টি, চুয়াডাঙ্গা জেলার ৩৮টি, ঝিনাইদহ জেলার ৬৯টি, মেহেরপুর জেলার ১৫ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৫৬ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে।
 
এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২টি, ঝিনাইদহ জেলার ১১টি, চুয়াডাঙ্গা জেলার ০২টি, মেহেরপুর জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তদের ০৩ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে। 
 
আজ মঙ্গলবার (৩০ মার্চ) কুষ্টিয়া জেলায় ১২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড আক্রান্ত ব্যক্তিদের  মধ্যে ০৮ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৩জন মিরপুর  উপজেলার এবং ০১ জন খোকসা  উপজেলার।
 
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪০৭৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮৫৭ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
 
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে