Dr. Neem on Daraz
Victory Day

মোবাইল ফোন কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৬:০৬ পিএম
মোবাইল ফোন কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

ফাইল ছবি

গোপালগঞ্জ: মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩০ মার্চ) ভোর রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত লাদেন ওই গ্রামের  মোঃ গাউস শেখ এর ছেলে এবং বাঁশবাড়িয়া ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। 

জানা যায়, উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোঃ গাউচ শেখের ছেলে মোঃ ওবায়দুল শেখ লাদেন (১৮) বেশ কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে মোবাইল ফোন কিনে দেবার বায়না ধরে।

গত রোববার তার বাবা তাকে ১০ হাজার টাকা দিলেও তার দাবি নতুন ফোন কিনতে ২৭ হাজার টাকা তাকে দিতে হবে। কিছুদিন পরে ২৭ হাজার টাকার মোবাইল ফোন কিনে দেবে এমন প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে  মঙ্গলবার ভোর ৪ টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

কলেজ ছাত্রের বাবা মোঃ গাউস শেখ বলেন, লাদেন আমার মেজো ছেলে, ছোটবেলা থেকে একটু বেশি অভিমান ছিল তার। আমি মোবাইল ফোন কিনে দিতে চেয়েছিলাম। ১০ হাজার টাকা দিলাম, আর বাকি টাকা পরে দিতে চেয়েছিলাম। 

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে