Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ার কুটির শিল্প মেলা বন্ধ ঘোষণা


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৩:৩০ পিএম
বগুড়ার কুটির শিল্প মেলা বন্ধ ঘোষণা

সংগৃহীত

বগুড়া: করোনা সংক্রমণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ২২ দিন পর মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে মেলার আয়োজক বগুড়া প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ রেহমান জানান, মাস ব্যাপী মেলা স্বাস্থ্যবিধি মেনে চললেও সম্প্রতি করোনার বিস্তার হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেলা বন্ধ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৯ মার্চ বিকালে শহরের ঠনঠনিয়া এলাকায় মোহাম্মাদ আলী হাসপাতাল মাঠে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপী এই তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়। এর উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। 

আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে