পাবনায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জন গ্রেপ্তার
আগামী নিউজ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০২:২৯ পিএম
ছবিঃ আগামী নিউজ
পাবনাঃ জেলার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় ফসলি জমি খনন করে মাটি করার অপরাধে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ।
গতকাল সোমবার(২৯ শে মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার খবর পেয়ে ইন্সপেক্টর(তদন্ত)সবুজ রানা ও তার সংগিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটা অবস্থায় একটি এস্কেভেটর,দুইটি মাটি টানার শক্তিশালী ট্রাক সহ ৩ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আমিনপুর গ্রামের মো.মাসুদ রানা (৩৫), মো.আরিফ সেখ(৩৭) ও সেখ সাদি। এসময় মাটি কাটার মুল হোতা মাটি রাজ্জাক পালিয়ে যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক বলেন, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ব্যাতিত ফসলি জমির মাটি কেটে পুকুর খনন বা মাটি বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবং অবৈধভাবে যারা এই মাটি কাটার সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আগামীনিউজ/এএস