Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে রিয়াল প্রতারক চক্রের সদস্য আটক


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৫:৪৪ পিএম
ফরিদপুরে রিয়াল প্রতারক চক্রের সদস্য আটক

ছবিঃ আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউয়নের হরিখোলা মাঠ এলাকা থেকে রিয়াল প্রতারক চক্রের প্রধান আসামী জাহিদুল(৩৫)কে আটক করেছে পুলিশ।
 
এ সময় জাহিদের তথ্যমতে একাধিক স্থানে তল্লাশি চালিয়ে প্রতারণা কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ও এক লাখ পঁ চিশ হাজার টাকার বিভিন্ন বৈদেশিক মুদ্রা জব্দ করেন। শনিবার রাত সোয়া এক টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ভাঙ্গা থানা পুলিশ।
 
রবিবার দুপরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামালপাশা এ তথ্য জানান। ধৃত জাহিদুল উপজেলার উপজেলার হরিখোলা গ্রামের আমজাদ এর ছেলে। 
 
পুলিশ জানান, ধৃত জাহিদুল নড়াইল এলাকায় একটি বাড়ীতে ভাড়া থেকে ফেরি করে মশারির ব্যবসা করত। অভিনব কায়দায় জাহিদুল ভাড়া বাসার মালিকের এক নিকট আত্বীয় সঙ্গে সখ্যতা তৈরী করে। সেই সুযোগটি কাজে লাগান জাহিদ। গত ১৮ই মার্চ ভাঙ্গা উপজেলা হাসপাতাল এলাকায় সস্তায় রিয়াল পাওয়া যাবে বলে জাহিদ ওই আত্বীয়কে ফোন করে এনে রিয়ালের ব্যাগটি গছিয়ে দিয়ে তার নিকট(রবিউল)থেকে আড়াই লাখ টাকার ব্যাগটি ধৃত জাহিদুল নিয়ে নেন।
 
এবং পুলিশের ভয় দেখিয়ে রিয়াল গুণতে না দিয়ে স্থান ত্যাগ করতে বলেন এবং ধৃতরাও দ্রুত সর্টটকে পড়েন। পরে রবিউল নিজের প্রাইভেটকারে উঠে ব্যগটি খুলে দেখেন ভিতরে রিয়ালের পরিবর্তে কাগজ কেটে বান্ডিল করে গামছা দিয়ে মুড়ানো। তখন রবিউল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি প্রতারনার মামলা করেন।
 
সেই মামলায় চক্রটিকে ধরতে পুলিশ মাঠে নামেন। জাহিদুলের আরেক সহযোগ কে ধরার চেষ্টা চলছে বলে পুলিশ জানান।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে