নোয়াখালী: সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলায় ।
রবিবার (২৮ মার্চ) সকালের দিকে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে এসেছে।
বিকেল চারটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে অনেকটাই স্বাভাবিক রয়েছে জনজীবন।
উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে দেখা গেছে, রাস্তায় পিকেটিং না থাকায় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সুবর্ণচর উপজেলা ও জেলা সদরের সাথে বাস চলাচল করছে।
দোকানপাটও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল । ব্যাংক ও সরকারি-বেসরকারি অফিসগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে হরতালের পক্ষে-বিপক্ষে কোন ধরনের মিছিল-সমাবেশ চোখে পড়েনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আগামীনিউজ/মালেক