Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ


আগামী নিউজ প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৩:৪৭ পিএম
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

ছবি: আগামী নিউজ

নারায়ণগঞ্জ: আগামীকালের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। 

শনিবার (২৭ মার্চ) জোহরের নামাজের পর ডিআইটি জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভ সমাবেশের চারদিক র‌্যাব পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাধারন সম্পাদক মুফতি বশিরউল্লাহ, মাওলানা জাকির হোসেন কসেমী, মাওলানা কবির হোসেন, মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

সমাবেশে হেফজতে ইসলামের নেতারা অভিযোগ করে বলেন, মোদির বাংলাদেশের সফরের প্রতিবাদে বাইতুল মোকারমে মুসল্লিরা শান্তিপুর্ন কর্মসুচি পালন করছিলো। কিন্তু পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগ জুতা পায়ে মসজিদে ঢুকে মুসল্লিাদের মারধর ও গুলি করেছে।

চট্রগ্রামে হাটহাজারী মাদ্রাসার নিরীহ ছাত্রদের উপর পুলিশ করে হত্যা করেছে। নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আগামীকালের এই হরতাল ডাকা হয়েছে। সকাল-সন্ধ্যা হরতাল স্বেচ্ছায় পালন করার জন্য নারায়ণগঞ্জবাসির প্রতি আহবান জানান। ফজরের আযানের পর পরই মুসল্লিদের ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন নেতৃবৃন্দ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে