ব্রাহ্মণবাড়িয়াঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে এবং দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষুব্ধ জনতা পুলিশ সুপারে কার্যালয়, সিভিল সার্জন, ডাকবাংলো, ২ নম্বর পুলিশ আগুনে পুড়িয়ে দিয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) বিকেলে থেকে একযোগে এ হামলার ঘটে।
এ সময় তীব্র আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। মহাসড়ক বন্ধ হয়ে যায়। দূরদূরান্তের লোকজন আটকা পড়ে যায়।
ঘণ্টা দুয়েক পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান। শহরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আগামীনিউজ/এএস