Dr. Neem on Daraz
Victory Day

সিরাজগঞ্জে গৃহবধুর আত্মহত্যা


আগামী নিউজ | রানা আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৪:২৯ পিএম
সিরাজগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ পারিবারিক সমস্যা কারণে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জিয়াসমিন (১৬) বছরের এক কিশোরী গৃহবধু আত্মহত্যা করেছে। 
 
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কুরকি পশ্চিমপাড়ায় পিতার বাড়ী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জিয়াসমিন ওই এলাকার আশরাফ হোসেনের মেয়ে।

নিহত জেসমিনের খালা নার্গিস আক্তার আগামী নিউজকে জানান, জিয়াসমিন দীর্ঘদিন যাবত পারিবারিক অশান্তিতে ভুগছিল। মেয়েটিকে কয়েক বছর আগে উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নে বিয়ে দেয় পরিবারের লোকজন। সেখানে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর খাস কাউলিয়া ইউনিয়নের শহীদের পুত্র শরীফের সঙ্গে তাকে দ্বিতীয় বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই ঠিকমতো পরিবারের সদস্যদের ভরণ-পোষণ দিতে পারছিল না স্বামী। এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল পরিবারে। এজন্য সে বেশ কিছুদিন যাবত বাবার বাড়িতে এসেছে। বৃহস্পতিবার (২৫) রাতে আমার কাছে ঘুমেছিল। সকালে তাকে ডাকতে রুমে গেলে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেছানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আগামী নিউজকে বলেন, অল্প বয়সে বিয়ে দেয়া ও পারিবারিক অশান্তির কারণেই জিয়াসমিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে