Dr. Neem on Daraz
Victory Day

নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৪:২১ পিএম
নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছবিঃ আগামী নিউজ

নওগাঁঃ যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ।

পরে একে একে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, পৌরসভা, সিভিল সার্জন, নওগাঁ মেডিকেল কলেজ, বিএমএ, স্বাচিপ, নওগাঁ সরকারী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন   করেন।
 
পরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে নওগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, সালাম গ্রহন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
 
জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ।
 
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: শাহনেওয়াজের সভাপতিত্বে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানি বক্তব্য রাখেন।
 
পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শাড়ী ও সেলাই মেশিন বিতরন করেন এবং জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশীদকে ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানীকে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে