Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ১১:২০ এএম
কুষ্টিয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার পোড়াদহে দুর্ঘটনায় লাইনচ্যুত কোচ এবং তার পেছনের একটিমাত্র কোচ পোড়াদহে রেখে বাকী ট্রেন হালসা থেকে ঘুরিয়ে আনা হচ্ছিল। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামে সালেহা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
 
ঘটনাস্থল থেকে এ খবর নিশ্চিত করেছেন পোড়াদহ রেল থানার ওসি জসীম উদ্দিন।
 
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আগামী নিউজ ডটকম কে জানান, সাথে তার নাতিন আলেয়া (১১) ও শহিদা নামের অন্য একজন মহিলা ছিলেন তারাও আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহত সালেহার বাড়ি খাল মাগুরা গ্রামে। তার স্বামীর নাম মৃত সুজার উদ্দিন।
 
এদিকে, রাত সাড়ে দশটার মধ্যে উদ্ধারকারী ট্রেনটির লাইনচ্যুত কোচের ৮টি চাকাই রেলের উপর দাঁড় করাতে সক্ষম হন বলে জানিয়েছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। এর মাধ্যমে ট্রেনটির উদ্ধার কাজ শেষ হয় বলে জানান তিনি। ডিভিশনার ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) আশিষ কুমার মণ্ডল জানান, পরে লাইনের কিছু কাজ শেষ করে রাত ১১টার দিকে খুলনার সঙ্গে রেল যোগাযোগ পুনস্থাপন হয়েছে। লাইনচ্যুত কোচ এবং তার পেছনের কোচ নিয়ে যাওয়া হচ্ছে ইশ্বরদী।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে