Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা


আগামী নিউজ | হুমায়ুন কবির,  কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৬:৪০ পিএম
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলায় করোনা রোগীর সংখা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় দোল পূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসব বন্ধ ঘোষণা করলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

বুধবার (২৪ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, এনডিসি হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত,সবুজ হাসান,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারন সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়নের সাধারন জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান, সাধারন সম্পাদক সালমান শাহরিয়ার রাজুসহ কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যমকর্মী, অতিরিক্ত পিপি এড. শহিদুল ইসলাম- সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

তিনি এসময় বলেন, সারাদেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি হচ্ছে। তাই এবছর লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হবে না। 

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে