Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জে করোনায় কেড়ে নিলো ৪ প্রাণ, আইসিইউ’তে ৬


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৬:১৪ পিএম
নারায়ণগঞ্জে করোনায় কেড়ে নিলো ৪ প্রাণ, আইসিইউ’তে ৬

ফাইল ফটো

নারায়ণগঞ্জঃ (৩’শ শয্যা) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। দুই জনের করোনা পজিটিভ ও ২ জনের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে গুরুতর অবস্থায় ৬ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

বুধবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার এ তথ্য জানান।

গত মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় মৃত্যু হয় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হিরাঝিলের বাসিন্দা রোকেয়া বেগমের (৬০)। একই দিন বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হয় ফতুল্লার পশ্চিম দেওভোগ বাসিন্দা মো সোলাইমনের (৭০)। তাদের দুই জনেরই করোনা পজিটিভ ছিলো বলে নিশ্চিত করা গেছে।

এছাড়া ২৩ মার্চ বিকেলে আমীর হোসেন (৭৩) নামের আরেক রোগীর মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে। ২৪ মার্চ সকাল ৬ টা নাগাদ ফজলুল হক (৫৭) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুইজনের করোনার উপসর্গ ছিলো।

গত এক দিনে (২৩ মার্চ সকাল ৮টা-২৪ মার্চ সকাল ৮টা) নারায়ণগঞ্জে নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ৯৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে জেলাজুড়ে।

নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, গত দুই দিনে (২৩মার্চ ও ২৪ মার্চ) দুই জন করোনায় আক্রান্ত হয়ে ও দুই জন করোনার সাসপেক্টে মারা গেছে আমাদের হাসপাতালে। বর্তমানে আমাদের আইসিউ ইউনিটে ৬ জন ও সাধারন ইউনিটে ৩৮ জন করোনার রোগী চিকিৎসা নিচ্ছেন।

করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে শঙ্কা করে নারায়ণগঞ্জের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে ডা. আবুল বাসার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন, দ্রুত যেন কার্যকর ব্যবস্থা নেয়। তিনি আরো জানান, বেশি বেশি সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারনার পাশপাশি স্বাস্থ বিধি মানতে বাধ্য করার ব্যবস্থা সমূহু প্রয়োগ করতে হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে