Dr. Neem on Daraz
Victory Day

শেরপুরে বিনামূল্যে ‘অনাহারির আহার’


আগামী নিউজ | শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৫:৪৫ পিএম
শেরপুরে  বিনামূল্যে ‘অনাহারির আহার’

ছবিঃ আগামী নিউজ

শেরপুরঃ জেলা শহরে অসহায়দের জন্য বিনামূল্যে একবেলা খাবার কর্মসূচির আয়োজন ‘অনাহারির আহার’ ব্যাপক সাড়া ফেলেছে। নৃ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২০২০ সালের জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ কর্মসূচি। এখানে সুন্দর পরিবেশে অনাহারিদের মাঝে খাবার পরিবেশন করা হয়। প্রতিদিন জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে আসা ৩৫ জন অসহায় ক্ষুধার্তদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হয়।

নৃ-ফাউন্ডেশন ছাড়াও যে কেউ ইচ্ছা করলে আয়োজকদের সঙ্গে কথা বলে অনাহারিদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার সুযোগ পান।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ‘অনাহারীর আহার’ পরিচালনা কমিটির এক সদস্য বলেন, আমরা কেউ নিজেকে জাহির করতে বা মিডিয়ার সামনে হাইলাইট হতে এ কর্মসূচি হাতে নেইনি। শেরপুরবাসীর অনেকেই এখনও জানেন না ‘অনাহারির আহার’ কর্মসূচির সঙ্গে কারা জড়িত। কারণ আমরা সেবা দিতে চাই, বিজ্ঞাপন নয়। আরেক পৃষ্টপোষক বলেন, নৃ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধ্যমত একবেলা খাবারের জন্য প্রতিদিন ভালো মানের চালের ভাত, ডিম, সবজি ও ডাল দিয়ে থাকি। তবে অনেকেই তাদের আত্মীয়র জন্মদিন, কারও  মৃত্যুবার্ষিকীতে একবেলা অনাহারিদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাদের কাছে আসেন। তখন একদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, এ পর্যন্ত শেরপুর পৌরসভা, উপজেলা প্রশাসন, জেলার শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষ আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। অদূর ভবিষ্যতে ‘অনাহারির আহার’ আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা আমাদের আছে।

উল্লেখ্য, প্রতিদিন দুপুর দেড়টা থেকে ২ টা পর্যন্ত শেরপুর পৌর ঈদগাহ মাঠে মোট ৩৫ জন অনাহারিকে বিনামূল্যে একবেলা করে খাবার খাওয়ানো হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে