Dr. Neem on Daraz
Victory Day

ভ্যানের চাকায় ঘুরছে জয়পুরহাটের মুংলীর জীবন


আগামী নিউজ | জয়পুরহাট সংবাদদাতা প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৪:৫০ পিএম
ভ্যানের চাকায় ঘুরছে জয়পুরহাটের মুংলীর জীবন

ছবি: আগামী নিউজ

জয়পুরহাট: কারও কাছে হাত না পেতে নিজের পায়ে চলার জন্য ভ্যান বেছে নিয়েছেন সপ্তমী রানী মুংলী। ভ্যানের চাকায় ঘুরছে তার সংসার। ভ্যান চালিয়েই তিন সন্তান সহ বাবা মায়ের ভরন পোষণ চালায় মুংলী।

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামে সপ্তমী রানী মুংলীর জন্ম। ২০০২ সালে জেলার কালাই উপজেলার বামন গ্রামের কাশিনাথের ছেলে বিটল মালীর সঙ্গে চাইনা ফোনিক্স বাইসাইকেল, আধা ভরি সোনা, ২০ হাজার টাকা ও ঘর সাজানোর আসবাবপত্র দিয়ে খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল মুংলীর।

সেই সংসারে অভাব যেমন ছিল তেমনি ছিল স্বামীর নির্যাতন। সংসার কি জিনিস তখন তার ঠিকমত না বুঝতেই বিয়ের পর থেকে শুরু হয় শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতন। 

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলে মুংলী। একে একে বলতে থাকে তাকে কিভাবে তার শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করত। নির্যাতনের প্রতিবাদ করলে মুখে কাপড় গুজে দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ছেকা দিত। অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি আসলে অভাবী বাবা মা আবারও জোর করে পাঠিয়ে দিত স্বামীর বাড়িতে। স্বামীর শত অত্যাচার সহ্য করে তিনটি সন্তানের জন্ম দেয় মুংলী। 

সন্তানদের কথা ভেবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে বলে নিরবে মুখ বুজে শত অত্যাচার সহ্য করে নেয় মুংলী। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে মুংলী সহ্য করতে না পেরে তিন সন্তানকে নিয়ে একেবারে চলে আসে হতদরিদ্র বাবার বাড়িতে। দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে ও তিন সন্তানকে মানুষ করতে শুরুর দিকে পাড়ায় পাড়ায় পান বিক্রি করত মুংলী। 

এতেও তার অভাব না ঘুচলে ২০১৫ সালে কিছু লোকের পরামর্শে একটি ব্যাটারীচালিত ভ্যান চালাতে শুরু করে মুংলী। প্রতিদিন সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে দিনে দু তিনশ টাকা কামায় করে বাড়ি ফিরে মুংলী।

সেই টাকা দিয়ে সংসারের খরচ চালায় ও তিন ছেলেমেয়ের পড়াশোনা করায়। ১২ বছর বয়সী বড় ছেলে ৩য়, মেঝে মেয়ে সুফলা ২য় শ্রেণিতে ও ৭ বছরের ছোট মেয়ে শংকরীকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখে মুংলী। তাইতো জীবন সংগ্রামে আজ সে পথে নেমেছে ভ্যান নিয়ে। 

এ ব্যাপারে তিলকপুর ইউ.পির চেয়ারম্যান সেলিমুর মাহবুব সেলিম বলেন, মুংলীর বসতবাড়ি নেই। তাই প্রধানমন্ত্রীর তহবিল থেকে আবাসন প্রকল্পের একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তার নামের প্রস্তাব পাঠানো হয়েছে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে