ছবি: আগামী নিউজ
বগুড়া: জেলা সদরে দুই গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১১ টার দিকে শহরের বড়গোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদরের নামাজগড় কাটনারপাড়ার নুরুন্নবী ওরফে সাইদুর রহমানের ছেলে শরিফুল হাসান ওরফে তারেক (৫১) ও ফুলবাড়ী দক্ষিণপাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে রুহুল আমিন (৪৫)।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ২৮ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/মালেক