Dr. Neem on Daraz
Victory Day

খুনের দায়ে বগুড়ায় ৬ জনের যাবজ্জীবন


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০৮:২০ পিএম
খুনের দায়ে বগুড়ায় ৬ জনের যাবজ্জীবন

সংগৃহীত

বগুড়া: জেলার কাহালুতে এক ব্যবসায়ীকে খুনের দায়ে ৬ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে এই আদেশ দেন বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ইশরাত জাহান। এসময় আদালতে ৪ আসামী উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, আবু বক্কর সিদ্দিক, বক্কার সরকার, আব্দুর রাজ্জাক,  সাজ্জাদ হোসেন, আতিকুর রহমান আতিক এবং আব্দুল হাই দুলাল। আসামীদের মধ্যে আতিক ও আব্দুল হাই পলাতক।

বগুড়ার কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, ২০০৯ সালে ৪ মার্চ কাহালু উপজেলার একটি পুকুর থেকে ব্যবসায়ী শহিদুল ইসলামের লাশ উদ্ধার হয়। এরপর কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইলিয়াস তদন্ত শেষে ৬ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

আদালত সাক্ষ্য প্রমাণ শেষে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ডের এ রায় ঘোষনা করে আজ।
 
আগামীনিউজ/মালেক
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে