Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় আগুনে ভস্মিভূত হলো প্রতিবন্ধীর সর্বস্ব


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২১, ০৪:২৬ পিএম
মাগুরায় আগুনে ভস্মিভূত হলো প্রতিবন্ধীর সর্বস্ব

ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ভস্মিভুত হয়েছে আক্কাস আলী নামে এক প্রতিবন্ধীর ৫টি ঘর। সোমবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার টেঙ্গাখালী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পেশায় ভ্যানচালক শ্রবণ প্রতিবন্ধী আক্কাস আলী জানান, দুই ছেলের পরিবার নিয়ে ৩ টি ঘরে তারা বসবাস করতেন। পাশাপাশি ছিল দু’টি গোয়াল ঘর। সোমবার সন্ধ্যায় আক্কাস আলীর শয়ন কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আক্কাসের দুই ছেলের বসতঘর ও পাশে থাকা দু’টি গোয়াল ঘরে ছড়িয়ে ব্যাপক আকার ধারণ করে।

এলাকাবাসীর খবরের ভিত্তিতে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আক্কাস আলী ও তার দুই ছেলের বসতঘর, দু’টি গোয়াল ঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়, চাল-ধান, নগদ অর্থ আগুনে ভস্মিভুত হয়েছে। সব মিলিয়ে যার ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান আগামী নিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থরে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। শয়ন কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় আঠারখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস আগামী নিউজকে জানান, আগুনে প্রতিবন্ধী আক্কাসের বসত ঘরসহ   ৫টি ঘর ভস্মিভুত হয়েছে। সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে  ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু নগদ অর্থ, কাপড় ও খাবার দেয়া হয়েছে। এছাড়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকেও কিছু চাল, শাড়ি ও কম্বল দেয়া হয়েছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে