Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে ভাতা বিতরণের অগ্রগতি বিষয়ক সভা


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৫:৪৯ পিএম
গোপালগঞ্জে ভাতা বিতরণের অগ্রগতি বিষয়ক সভা

ছবিঃ আগামী নিউজ

গোপালগঞ্জঃ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা সমূহ জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতা বিতরণ কাযর্ক্রমের অগ্রগতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।

আজ র‌বিবার বেলা ১টায় দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনু‌ষ্ঠিত এ সভায় প্রধান অ‌তি‌থি ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের স‌চিব বেগম মাহফুজা আখতার।

‌জেলা প্রশাসক শা‌হিদা সুলতানার সভাপ‌তিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, কৃষি সম্প্রসারণ অ‌ধিদপ্তরের উপ-পরিচালক অর‌বিন্দ কুমার রায়, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বি‌ভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ উপ‌স্থিত ছিলেন।

সভায়, গ্রামের সাধারন বয়স্ক মানুষদের মোবাইল ব্যাংকিং-এর আওতায় আনার পাশাপ‌শি আই‌ডি কার্ড জালরোধসহ প্রতারণা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সামাধী‌তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের স‌চিব বেগম মাহফুজা আখতার। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কাম‌না করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তি‌নি শেখ রাসেল দু:স্থ শিশু প্র‌শিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্র ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে