Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহে সাংবাদিককে কাউন্সিলরের হুমকি


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২১, ০৭:৩০ পিএম
ময়মনসিংহে সাংবাদিককে কাউন্সিলরের হুমকি

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক মোমেনশাহী পত্রিকাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান জামালের বিরুদ্ধে জমি দখলের সংবাদ ফলাও করে প্রকাশ করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে পত্রিকাটির সম্পাদক মফিজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই কাউন্সিলর। ইতিমধ্যে কাউন্সিলর জামালের অডিও রেকর্ডটি ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। সংবাদ প্রকাশ করার ঝেড়ে সাংবাদিককে গালিগালাজ করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিন্দার ঝড় বইছে।

বুধবার (১৭ মার্চ) সংবাদটি পত্রিকায় প্রকাশিত হলে ওইদিনই কাউন্সিলর জামাল ওই সাংবাদিককে ফোন দেয়। সাংবাদিকের কোনো কথা না শুনে একাই নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকেন। এছাড়া কয়েক হাজার কর্মীসমর্থক নিয়ে শহরে প্রবেশ করার হুমকি দিয়ে ওই কাউন্সিলর বলেন, "তুই কত নম্বর সাংবাদিক আমি দেখবো। তোকে পিটিয়ে ময়মনসিংহ ছাড়া করবো"।

এ ঘটনায় ওইদিন রাতেই সাংবাদিক মফিজ উদ্দিন বাদী হয়ে কাউন্সিলর জামালের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

একজন জনপ্রতিনিধির মুখে অকথ্য ভাষায় এমন আচরণ অপ্রত্যাশিত বলছেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, নগরীর সেহড়া চামড়া গুদাম এলাকার রাশিদা খাতুনের চর ঈশ্বরদিয়া মৌজায় বর্তমানে ১ একর ৭ শতাংশ জমি রয়েছে। মূলত ওই জমিকে কেন্দ্র করেই রাশিদা ও কাউন্সিলর জামালের দ্বন্দ্ব ছিলো। কাউন্সিলর ওই নারীর জমি তার কর্মীসমর্থকদের নিয়ে দখলে নেওয়ার চেষ্টা চালায়।

এই জমিসংক্রান্ত বিরোধে চলতি বছরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন রাশিদা। এ থেকে পরিত্রাণের জন্য ও বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য সাংবাদিকের দারস্থ হয়ে ঘটনাটি খুলে বলেন রশিদা। তার অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ করা সংবাদটিকে কেন্দ্র করে একজন জনপ্রতিনিধির এমন আচরণ মুক্ত সাংবাদিকতার হুমকি স্বরুপ বলে মনে করেন সচেতন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে