Dr. Neem on Daraz
Victory Day

গোবিন্দগঞ্জে ৯২ ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২১, ০৫:২৪ পিএম
গোবিন্দগঞ্জে ৯২ ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত

ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যদিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পূণর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে কর্মরত বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রছাত্রীরা যোগদান করেন। এ যেন এক অভূতপূর্ব প্রাণের মিলন মেলা। প্রিয় বিদ্যালয় আর প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর শুরু হয় পরিচিতি পর্ব। এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জুম্মার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র আলোচনা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির অন্যতম সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু আগামী নিউজকে জানান, এই বিদ্যালয়ে লেখা-পড়া করে আমাদের অনেক বন্ধু অনেক উচ্চ পর্যায়ে দায়িত্ব পালণ করছেন। আমাদের সকলেরই উদ্দেশ্য আমারদের প্রিয় গোবিন্দগঞ্জের উন্নয়ন করা। এই পূণর্মিলনীর মাধ্যমে আমরা সকলেই সেটিই আবার নতুন করে সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি।

আয়োজক কমিটির আরেক সদস্য গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী খোকন তালুকদার আগামী নিউজেকে জানান, স্কুল জীবনটাকে আবার নতুন করে উপভোগ করার সুযোগ হয়েছে এই আয়োজনের মধ্যদিয়ে। আমরা যেন নিজের অস্তিত্বকে ভুলে না যাই, নিজের শেকড়কে ভুলে না যাই এবং নিজের এলাকার উন্নয়নে যেন পরস্পরের সহায়ক হিসেবে কাজ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে প্রাক্তণ ছাত্রদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, প্রাক্তণ ছাত্র আব্দুল হালিম সরকার, প্রভাষক হায়দার আলী, সরদার জিয়া উদ্দিন, কৃষ্ণেন্দু সরকার, সঞ্জীব নন্দি সহ বিদ্যালয়ের ৯২ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে