Dr. Neem on Daraz
Victory Day

ভ্রাম্যমাণ মুদি দোকানেই সংসার চলে শফিকুলের


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২১, ০৯:০১ পিএম
ভ্রাম্যমাণ মুদি দোকানেই সংসার চলে শফিকুলের

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া:  জেলার কুমারখালী উপজেলার হাসিমপুর পাবলিক লাইব্রেরি ফুটবল খেলার মাঠে আসলেই, দেখা মিলবে একটি ভ্রাম্যমাণ দোকান । দোকানটি ২৪ ঘন্টা খেলা থাকে। এই দোকানে বেচাকেনা করেই তার সংসার চলে।

দোকানের মালিকের নামে দোকানের নাম করণ হয়েছে শরিফুল ইসলাম ডন ষ্টোর । বাংলাদেশ প্রথম যখন করোনার কারণে লকডাউন করা হয়, শরিফুল তখন পান বিড়ি বিক্রি করতে। ক্রেতাদের চাহিদার বিবেচনা করে আস্তে আস্তে শরিফুল ইসলাম ডন ষ্টোরে পরিণত হয়েছে।

দোকানটি একটি ভ্যানগাড়ির উপরে অবস্থিত। শরিফুল ইসলাম ডনের দোকান দেখতে বিভিন্ন অঞ্চল হতে লোকের সমাগম দেখা যায় প্রতিদিন। শরিফুল ইসলাম ডন, হাসিমপুর গ্রামে বেশ সুনাম কুরিয়েছেন , তার ভ্রাম্যমাণ দোকানের জন্য। 

দোকানের মালিক শরিফুল ইসলাম ডন বলেন, এই দোকানের উপরই আমার সংসার চলে। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আগামী দিনের পথচলা শুরু করতে চাই। 

মানুষের নিত্যপণ্য চাহিদা পূরণে শফিকুলের ব্যতিক্রমী এই ভ্রাম্যমাণ মুদির দোকান একটি বড় ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে