ঠাকুরগাঁও: জেলার রাণীসংকৈলে অভিযান চালিয়ে গুলিসহ এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (২৫) নামের দুই জেএমবি সদস্যকে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করেছে জেলাপুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (১৭ মার্চ) রাত ৩ টার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দুজন আপন সহোদর ও এলাকা চেংমারী সম্পদবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে। তাদের নিকট থেকে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (২৫) জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য। তাদের জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ ছিল এবং যেখান থেকে তাদের গ্রেফতার করা হয় সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে জেএমবির সদস্যরা একত্রিত হতো। পরে তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাওয়া আসা করত।।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাণীসংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ২টি মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আগামীনিউজ/মালেক